সীতাকুণ্ড প্রতিনিধিঃ জনগণের সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে সীতাকুণ্ডের বড় কুমিরায় যাত্রা শুরু করেছে ইউনিটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার।
আজ শুক্রবার (৩ জুন) সকাল ১১টায় এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উক্ত ইউনিটি হেলথ কেয়ার উদ্বোধন করা হয়।
এলাকায় কোনো উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় মানুষজন চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে যেতে হতো। এ কথা চিন্তা করে কুমিরা বাজারে এই প্রথম উন্নত ও ডিজিটাল মেশিন দিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম (পিপিএম)।
ইউনিটি হেলথ কেয়ার এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন শামিম এর সভাপতিত্বে এবং অধ্যাপক মোঃ খোরশেদ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, ইউনিটি হেলথ কেয়ার এর পরিচালক মোঃ সায়েম,ডাঃ আবু নাছের, ইউপি সদস্য মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এলাকার ৩০ জন যুবক সেবার মানসিকতায় ওই ইউনিটি হেলথ কেয়ারের উদ্যেগ নেন। তারা জানান, এলাকার গরীব অসহায় মানুষদের সুযোগ সুবিধার উপর অগ্রধিকার থাকবে এবং গরীব অসহায় মানুষকে নামমাত্র মূল্যে সেবা দেওয়া হবে বলে জানান।
Leave a Reply