চট্টগ্রামে ‘প্রেমঘটিত’ কারণে স্কুলছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় প্রেমঘটিত কারণে সামিহা মুনতাহা মুমু (১৫) নামে এক কিশোরী ‘আত্মহত্যা’ করেছে। সে ওই এলাকার নূর আলমের মেয়ে।

শুক্রবার (৩ জুন) সকালে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে সামিহা আত্মহত্যা করে।

নিহত কিশোরী নগরীর শেরশাহ ডা. মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, টেক্সটাইল এলাকার নিজ বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। জিসান (২২) নামে এক ছেলের সঙ্গে মুমুর প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা শুনেছি। গত ৩১ আগস্ট ওই ছেলের সঙ্গে দেখা করার জন্য এক বান্ধবীকে নিয়ে কক্সবাজার যায় মুমু। সেখানে একদিন অবস্থান করলেও ওই যুবক দেখা করতে আসেনি। পরদিন সে বাসায় ফিরে আসে এবং স্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ সকালে বাসায় নিজকক্ষের ফ্যানের সঙ্গে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তার পরিবার একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *