সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, শতাধিক দগ্ধ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাসেম জুট মিল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহতের খবর পাওয়া গেছে। শনিবার রাত পৌনে ১১ টার দিকে এঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ ও আহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। রাত দেড়টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশ পাশের প্রায় ৪/৫ কিলোমিটার বিকট শব্দে কম্পিত হয়। বহু মানুষের বাড়ি ঘরের জানালার গ্লাস ভেঙে যায় বলে জানা যায়। আগুন নেভাতে কুমিরা ফায়ার সার্ভিসের টিম কাজ করার সময় একের পর এক কন্টেইনার বিস্ফোরিত হয়। কন্টেইনারগুলোতে ক্যামিকেল ছিল।

স্থানীয় এলাকাবাসী জানান, এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটতে পারে। একাধিক এ্যাম্বুলেন্স ডিপো থেকে বের হতে দেখা গেছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এই হাসপাতালে শতাধিক দগ্ধ ও আহতকে আনা হয়েছে বলেও জানান তিনি। নিহতদের মধ্যে একজনের নাম মমিনুল হক (২৭), অপর ২ জনের নাম জানা যায়নি। মমিনুল হক বিএম কনটেইনার ডিপোতে কর্মরত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *