প্রয়োজনীয় ওষুধসহ চসিকের ডাক্তার ও নার্সদের আহতদের চিকিৎসায় নিয়োজিত থাকার নির্দেশ মেয়র’র

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের মাঝে ছুটে যান সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি গতরাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় দ্রুত চিকিৎসা প্রদানে মেডিকেলের ডাক্তাদের আহ্বান জানান।

মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঔষুধ, চিকিৎসা সামগ্রী প্রদান করেন। আহতদের চিকিৎসায় চসিকের ডাক্তার ও নার্সদের এগিয়ে আসার নির্দেশনা প্রদান করেন। এছাড়া চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটকে প্রয়োজনীয় রক্ত সরবরাহের নির্দেশনাও প্রদান করেন।

তিনি বলেন, সিটি কর্পোরেশন সকল দূর্যোগের সময় সাধারণ মানুষের পাশে ছিলো এবং থাকবে।

তিনি এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দূর্গতদের পাশে যে সকল চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থীসহ এগিয়ে আসছে তাদের ধন্যবাদ জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দূর্ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে যারা নিহত হয়েছেন এবং দূর্ঘটনার কবলে পড়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোক সপ্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *