সীতাকুণ্ড প্রতিনিধিঃ ঘটনার ৪০ ঘন্টা পরও এখনা নিভেনি আগুন। ভিতর থেকে বের হচ্ছে ধোয়ার কুন্ডুলি। কখন যে এর সমাপ্তি হবে নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। সােমবার সকালে ঘটনাস্থ গিয়ে দেখা যায়, আইনশৃখলা বাহিনীসহ প্রশাসনের সকল স্তরের লােক দাঁড়িয়ে আছে। পুরাপুরি আগুন কিভাব নিভানাে যায় সে বিষয়ে চলছে আলাচনা। একটির উপর একটি কনটেইনার থাকায় আগুন পুরাপুরি নিভানাে সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ ফারুক হাসান সিকদার বলেন, আগুন পুরাপুরি নিভেনি। তাই ভিতর থেকে ধাঁয়ার কুন্ডুলী বের হচ্ছে। কন্টেইনারগুলাে নামানাের ব্যবস্থা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপুতে এক ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীসহ ৫৩ জন নিহত ও প্রায় চার শতাধিক ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply