রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানাসহ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের মুন্সিরঘাটা এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরে আলম দ্বীন উপস্থিত ছিলেন। রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে লাইসেন্স,পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ বৈধ কোনো কাগজপত্র না থাকায় রাউজান হেলথ কেয়ার সেন্টারকেসিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কেয়ার ল্যাব নামে আরেকটি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক্স-রে কক্ষ সিলগালা করে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সেন্ট্রাল পয়েন্ট নামে অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।
অবৈধ ডায়গনস্টিক সেন্টার বন্ধে উপজেলা প্রশাসনেরঅভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।
Leave a Reply