চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে সাপের মৃত্যু!

চুয়াডাঙ্গা সদর উপজেলায় খেলতে গিয়ে ‘ঘরগিন্নি’ সাপের বাচ্চাকে কামড় দিয়েছে জান্নাতুল ফেরদৌস (১) নামে এক শিশু। এ ঘটনার পর সাপটি মারা গেলেও শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের শিশুকন্যা। শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখার পর দুপুরে নিজ বাড়িতে ফিরিয়ে নেয়া হয়েছে।

জান্নাতুলের মা শিলা খাতুন বলেন, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে নিজ ঘরে খেলা করছিল জান্নাতুল। দুই শিশুই খেলতে খেলতে খাটের নিচে চলে যায়। এক পর্যায়ে মেঝেতে থাকা একটি বিষহীন ‘ঘরগিন্নি’ (ইংরেজি নাম common worm snake) সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে মুখে নিয়ে দুই জায়গায় কামড় দেয়।

হাতে ধরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। মারা যাওয়া সাপের বাচ্চাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জান্নাতুলকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখার কয়েক ঘণ্টা পর বাড়িতে ফিরিয়ে আনা হয়।

পরিবেশবাদী সংগঠনের পরিচালক বখতিয়ার হামিদ বলেন, সাপটি বিষধর নয়। এ জাতের সাপ ছোট ছোট প্রাণী খাওয়ার জন্য নিরিবিলি স্থানে থাকে। এটি ‘ঘরগিন্নি’ সাপ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, শিশুটি না বুঝে মুখে নিয়ে সাপটিকে কামড় দেয়। শিশুটির কোনো সমস্যা না থাকায় বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *