প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাজে যোগ দিলেন চমেকের নার্সরা

প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে অবস্থান কর্মসূচি বাতিল করে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা পুনরায় কাজে যোগ দেন।

এর আগে, রাত ৯টার দিকে নার্সদের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বৈঠক শেষে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, দায়িত্বরত অবস্থায় এক নার্সকে মারধরের ঘটনায় তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গত তিন দিন ধরে নার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে এমন ঘটনা অপ্রীতিকর।

এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি আরও, এই কমিটির মাধ্যমে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা হবে। সত্যিকার অর্থে কোনো ছাত্র কিংবা ইন্টার্ন চিকিৎসক মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে এক নার্সকে মারধরের জেরে আন্দোলনে নামেন নার্সরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে হাসপাতালের মেইন গেটে বন্ধ করে তারা আন্দোলন করেন।

তাদের অভিযোগ চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী হাসপাতালের ২৬নং ওয়ার্ডে এক নার্সকে মারধর করেছেন। এর প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *