সাতক্ষীরায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতার ২ দেহরক্ষীর মৃত্যু

২৪ ঘন্টা ডেস্ক : সাতক্ষীরা শহরের কামালনগর চৌরাস্তা এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে জেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের ২ দেহরক্ষী। 

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

নিহতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি পুলিশের। নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার মুনজিতপুর এলাকার মামুনুর ইসলাম ওরফে দ্বীপ ও কালীগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার আব্দুল সবুর সরদার সাইফুর রহমান।

সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে গুলি করে বিকাশের দুই এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দ্বীপ ও সাইফুলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা হয়। এ মামলায় শুক্রবার তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

পরে তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক রাতে কালীগঞ্জ থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথ অভিযানে যায়। অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছিনতাকারী দ্বীপ ও সাইফুল নিহত হন।

ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা অপহরণ ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিমের এ কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *