ভয়াবহভাবে বিপর্যয় মোকাবিলায় আবারো নিজেদের জীবন বিলিয়ে দিয়ে মানবিক সেবায় শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলো দেশের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। গাউসিয়া কমিটি’র জানবাজ কর্মীরা।
গত রবিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীস্থ বিএম কন্টেইনার ডিপোর কেমিক্যাল বিস্ফোরণে হতাহত দগ্ধ শত শত মানুষকে উদ্ধার করে ৫টি এম্বুল্যান্স’র মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
গাউসিয়া কমিটির সেবা কার্যক্রম পর্যবেক্ষণ ও এ সমস্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গতকাল চমেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত পুলিশ, ডাক্তার সহ হাসপাতাল প্রশাসনের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন দেশের অন্যতম বৃহৎ দ্বীনি ও আধ্যাত্মিক সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অংগসংঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের উত্তর পার্শ্বে অস্থায়ী ভাবে স্থাপিত মানবিক সেবা কেন্দ্রে আসলে তাকে স্বাগত জানান গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম-মহাসচিব ও মানবিক সেবা কর্মসূচি প্রধান সমন্বয়ক আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার।
এসময় উপস্থিত ছিলেন, ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য আলহাজ্ব মুহাম্মদ হোসেন খোকন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মানবিক সেবা কর্মসূচির সদস্য আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুনির উদ্দিন সোহেল, দপ্তর সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমুখ।
তিনি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত পুলিশ, ডাক্তার সহ হাসপাতাল প্রশাসনের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বার্ণ ইউনিট পরিদর্শন, আহত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর ও অনুদান প্রদানসহ প্রয়োজনীয় সকল সহযোগিতার অব্যাহত রাখতে গাউসিয়া কমিটির দায়িত্বরতদের নির্দেশ দেন এবং তাদের আশু রোগ মুক্তির জন্যে দোয়া মুনাজাত করেন।
মতবিনিময় কালে তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে সিরিকোট শরীফ দরবারে আলীয়া কাদেরিয়ার সাজ্জাদানশীন হুজুর কিবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ ও পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মুদ্দাযিল্লুহুমাল আলীর পক্ষ থেকে সদয় দোয়া ও দেশের এ মহাদুর্যোগে করোনা মহামারীর মানবিক সেবার অভিজ্ঞতা কাজে লাগাতে হুজুর কিবলা নির্দেশ দিয়েছেন বলে জানান।
তিনি গাউসিয়া কমিটির সেবা কর্মসূচিতে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান।
Leave a Reply