সীতাকুণ্ড প্রতিনিধিঃ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রীর অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পৌরসদর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, সলিমপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের হাজারো মুসল্লী অংশ নেয়।
মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহান (রঃ) মাওলানা জামে মসজিদ কমিটির উদ্যেগে মসজিদ মাঠ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী সভাপতিত্বে ও মোহাম্মদ রফিকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।
বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি আবদুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলম কন্ট্রাক্টর, উপস্থিত ছিলেন মোঃ আলী আকবর, জাফর উল্লাহ চৌধুরী, মোঃ নাঈম উদ্দিন, শাহ জামাল, আবু তাহের, জাফর সওদাগর, সাইফুল ইসলাম রনি, আবদুল করিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ভারতে মহানবী (সাঃ) ও হজরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননার প্রতিবাদে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।
Leave a Reply