লামায় ১৫ দিনের ব্যবধানে আরো এক বন্য হাতির মৃত্যু

লামা (বান্দরবান) প্রতিনিধি : পনের দিনের ব্যবধানে বান্দরবানের লামা উপজেলায় আরো একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার দুর্গম পাহাড়ি ইসকাটার ঝিরির হরি রঞ্জন বাবুর রাবার বাগানের পাশে হাতিটির মৃত দেহ পাওয়া যায়।

মৃত হাতিটির বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ৬ নভেম্বর একই ইউনিয়নের ইয়াংছা সলিমুল হক চৌধুরীর বাগানে একটি ও কুমারী চাককাটাররিতে একটি বাচ্চা বন্য হাতির মৃত্যু হয়।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে কুমারী ইসকাটার ঝিরিতে একটি অসুস্থ বন্য হাতি দেখে ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীর চৌধুরী ও বন বিভাগ কর্তৃপক্ষকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডুলহাজারা সাপারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমান ও সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খানসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হাতিটিকে চিকিৎসা সেবা প্রদান করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে হাতিটি মারা যায়।

বন্যহাতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চলাচলের সময় বড় কোন পাহাড় থেকে পড়ে হাতিটি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অসুস্থ্য হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *