বিএম ডিপো ট্র্যাজেডি, আরো এক ফায়ার ফাইটারের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ কেশবপুর বিএম ডিপোর অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে মোঃ গাউছুল আজম (২২) নামে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের আরো এক ফায়ার ফাইটার মারা গেছেন। ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা রোববার ভোরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভয়াবহ অগ্নিকাণ্ডে তার শরীরের ৭৫% পুড়ে যায়। গাউছুল আজম সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের ১৩ নং লাপসা ইউনিয়নের মাগুড়া গ্রামের আজগর আলীর পুত্র। তার ৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এনিয়ে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় গত ৪জুন (শনিবার) বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় তিনশতাধিক মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *