পদ্মা সেতু পার হতে সময় লাগবে ‘অনলি সিক্স মিনিট’— বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১২ জুন) বিকেলে পদ্মা সেতুর মাওয়া অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশে বক্তব্য দেবেন। তারপর ১১ বা সাড়ে ১১টায় তিনি ওপারে যাবেন।
যেতে কত সময় লাগবে— এমন প্রশ্ন টেনে তিনি মুচকি হেসে বলেন, ‘অনলি সিক্স মিনিট’।
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক আমাদের দুর্নীতি ও চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। বিশ্বব্যাংক যে অপমান করেছে, তা গোটা বঙ্গবন্ধু পরিবারকে অপমান করেছে। আমাদের জাতির ভাবমূর্তিকে অপমান করেছে।
তিনি বলেন, আমি বলব পদ্মাসেতু শুধু আমাদের সামর্থ্য ও সক্ষমতার প্রতীকই নয়, পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ। আজ বিশ্বব্যাংক বলছে, পদ্মা সেতু থেকে সরে গিয়ে তারা একটা ভুল করেছিল। তারা ভুল স্বীকার করেছে।
মন্ত্রী আরও জানান, ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে।
Leave a Reply