নূপুর শর্মাকে সমর্থন করে পোস্ট, যুবক গ্রেপ্তার

বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করা ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার জাফলং চা বাগান থেকে শ্রাবণ সাঁওতাল রাজ নামের ওই যুবককে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। এরপর তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

শ্রাবণ গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের রাঙা সাঁওতালের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে স্নাতকের ছাত্র।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমর্থন এবং বিশ্বনবীকে কটাক্ষ করে ফসবুকে একটি পোস্ট দেন শ্রাবণ। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। শ্রাবণকে গ্রেপ্তারের দাবিও ওঠে।’

ওসি জানান, সোমবার ভোরে শ্রাবণকে আটকের পর তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবীর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের একটি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন সে দেশের ক্ষমতাসীন দলের নেত্রী নূপুর শর্মা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এমন অভিযোগে তার কটূক্তির প্রতিবাদে দেশে-বিদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নূপুরকে ইতোমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *