লামায় টমটম উল্টে যুবকের মৃত্যু, আহত ২

টমটম উল্টে

লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে মো. রাজন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।

শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী সড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মো. রাজন ঢাকা কেরানী গঞ্জের দক্ষিণ কুন্ডা ইউনিয়নের দক্ষিণ কেরাণীগঞ্জ গ্রামের বাসিন্দা আবদুল খালেকের ছেলে।

সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি টমটম গাড়ি শনিবার দুপুর ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজারে যাচ্ছিল। এ সময় টমটম গাড়িটি সড়কের পাঁচ মাইল নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

টমটম গাড়ি উল্টে এক যুবক নিহত ও দুই যাত্রী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত রাজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *