লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ব্রিজের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।
রাজু ইসলাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জাফরাবাদ ইউনিয়নের জঙ্গল ছলিমপুর গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে।
সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজু ইসলাম ইয়াংছা ব্রীজ এলাকায় ঘুরাফেরা করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক আবদুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে জিঙ্গাসাবাদ করেন। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ।
ইয়াবাসহ রাজু ইসলামকে আটকের সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply