শতাধিক সামাজিক সংগঠন নিয়ে সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান’র যাত্রা শুরু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সামাজিক সংগঠন গুলোকে একত্রীকরণের মঞ্চ ‘সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান।

রাউজানকে সবদিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস তারুণ্যের অহংকার ফারাজ করিম চৌধুরীর সেই প্রচেষ্টাকে বাম্তবে রূপ দেওয়ার লক্ষ্যে ৩০নভেম্বর থেকে সাংগঠনিকভাবে পথচলা শুরু করেছে সংগঠনটি।

উপজেলার প্রায় ১০০টি সামাজিক সংগঠনের আনুষ্ঠানিকভাবে ৩০ নভেম্বর শনিবার মতবিনিময় সভা সংগঠনের আহবায়ক মোহাম্মদ মহিউদ্দীন ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক দিদারুল আলম,যুগ্ম আহবায়ক আহমেদ সৈয়দ,সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব,সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দীন জামাল চিশতী, ঢাকাস্থ রাউজান ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক প্রসনজিত বিশ্বাস, কাজী শাহেদুল ইসলাম,আবদুর রহমান বাবু,রাসেল রানা,আবদুল্লাহ আল রোমান,আবদুর রহিম,ডাঃ সূপন বিশ্বাস,মোঃ আলাউদ্দীন,কাজী শাহাবুদ্দীন,ইকবাল হোসেন,মিজানুর রহমান,,তাজনবী ইমন,সদ্দাম হোসেন,রেজাউল করিম,জামসেদ মাহমুদ,একরাম হোসেন,আরমান উদ্দীন শাহ,শাহরিয়ার হাসান সাকিব,মোহাম্মদ নাহিদ,মোঃ নাহিদ,নাছির উদ্দীন,মোঃ মহিউদ্দীন,আরিফ হোসেন,মিজানুর রহমান মুবিন,জোনায়েদ উল্লাহ তুষার,আবু বকর আরাফাত,সাজ্জাদ হোসেন,নুরুল আলম,ইফতেখার মাহমুদ চৌদুরী,অনিক ভট্টাচার্য,মাঃ মহিউদ্দিন, আকতার হোসেন,নাছির উদ্দীন,একরাম হোসেন,প্রিয়টন দে, আবু বক্কর সওদাগর, তামিম সিকদার,মামুনুর রশীদ,আবদুস সাত্তার, হেসানুল হক,আরফানুল ইসলাম আবির,মোঃ বোরহান,জয়নাল আবেদীন, নোমান বিন আজিজ, ইশতিয়াক কামাল সাকিব,মামুনুর রশীদ চৌধুরী,তৌহিদুল ইসলাম,সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে পারবো বলে আশা রাখছি। গতানুগতিক সামাজিক প্রক্রিয়ার বাইরে গিয়ে একটি সৃজনশীল এবং আদর্শ সমাজ বিনির্মাণে সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান মুখ্য ভূমিকা পালন করবে এবং জনাব ফারাজ করিম চৌধুরীর মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করতে সর্বোচ্চ কাজ করে যাবে। আশা করি সমাজের তরুণ এবং সচেতন নাগরিক আমাদের সাথে থেকে রাউজানকে সমৃদ্ধকরণে ভূমিকা রাখবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *