রাজধানীতে দন্ত্যচিকিৎসক বুলবুল হত্যায় আরও একজন গ্রেপ্তার

ঢাকায় দন্ত্যচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. রিপন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বিকেলে ঝালকাঠি জেলার নলছিটি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার এ তথ্য জানিয়েছেন।

মানস কুমার পোদ্দারের দাবি—মো. রিপন একজন পেশাদার ছিনতাইকারী। যে দলটি দন্ত্যচিকিৎসককে হত্যা করেছিল, রিপন তাদের দলনেতাও। রিপনের নামটি আসে এ ঘটনায় আগে যাঁরা গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের তথ্য থেকে। এবং গ্রেপ্তারের পর রিপন এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

মানস কুমার পোদ্দার জানান, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীদের হাতে সংঘটিত চিকিৎসক হত্যার ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপন নলছিটিতে পালিয়ে ছিলেন। তাঁর বাড়ি ওই এলাকায়।

মানস কুমার বলেন, ‘জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন, বুলবুলের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতে পাঁচ জন মিলে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেন। বুলবুলের সঙ্গে ১২ হাজার টাকা ছিল।

জানা গেছে, বুলবুল হত্যায় আগে গ্রেপ্তার হওয়া চার জন হলেন—আরিয়ান ওরফে হাফিজুল ওরফে হৃদয় (৩৯), সোলায়মান (২৩), রায়হান ওরফে আপন ওরফে সোহেল (২৭) ও রাসেল হোসেন হাওলাদার (২৫)।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *