আট বছর পর টেস্ট দলে এনামুল

পিঠের চোটের কারণে ইয়াসির আলী রাব্বি সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে এনামুল হককে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

গত ১০ জুন সিসিজিতে প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের অনুশীলন ম্যাচের সময় ইয়াসির পিঠে চোট পান। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আজ বৃহস্পতিবার। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন।

বাংলাদেশের দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইনজুরির কারণে ইয়াসির টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বলে আমরা এনামুলকে ব্যাক-আপ ব্যাটসম্যান হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। সে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছে, তাই আমরা তাকে টেস্ট ম্যাচের পর সাদা বলের সিরিজে অন্তর্ভুক্ত করেছি।’

এনামুল ২০১৯ সাল থেকে কোনো ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলেননি। লিস্ট এ-তে সর্বাধিক রান করার বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ১১৩৮ রান করেছেন। নয়টি ফিফটি, তিনটি সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান করেন তিনি। টুর্নামেন্ট আগের রেকর্ডটি টম মুডির দখলে ছিল। যিনি ১৯৯১ সালে ৯৭১ রান করেছিলেন।

২০১৩ সালে টেস্টে অভিষেক হয়েছিল এনামুলের। বাংলাদেশের হয়ে চারটি টেস্ট খেলেছেন। সর্বশেষ টেস্ট খেলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *