আবারও সিলেটে বন্যা

আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি

অতিরিক্ত বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে এক মাসের ব্যবধানে আবারও সুরমার পানি উপচে সিলেট নগরীতে পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দা।

হঠাৎ করে আবার বন্যার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী মানুষ, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে।

সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর উপশহর, যতরপুর, মেন্দিবাগ, তালতলা, শেখঘাট, কলাপাড়া, মজুমদার পাড়া, লালদীঘির পাড়সহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

সিলেট নগরীর দশম শ্রেণির ছাত্রী আফসানা তালুকদার ঢাকা পোস্টকে বলেন, এক মাসের মধ্যে আবারও বন্যার কারণে আমাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। এমনিতেই গত এক মাসে পড়ালেখা খুব একটা হয়নি। এই মাসে কী হবে তা একমাত্র আল্লাহই ভালো বলতে পারবেন।

অপরদিকে বারবার পানির নিচে বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় বেশ বেগ পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। শহরাঞ্চলে এমনিতেই জরাজীর্ণ পরিবেশে বেশিরভাগ মানুষের বসবাস, তার ওপর টানা এই বন্যা তাদের ওপর মরার ওপর খাঁড়ার ঘা।

নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা সাংবাদিক দেবব্রত রায় দীপন ঢাকা পোস্টকে বলেন, গতমাসের বন্যার ধকল এখনো নগরবাসী কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে আবারও নগরীতে বন্যার পানি প্রবেশ করায় বেশ উৎকণ্ঠায় আছে পুরো নগরবাসী। এভাবে চলতে থাকলে সুপেয় পানিসহ নানা ধরনের সংকটে পড়তে হবে মানুষকে।

সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, নগরের কিছু নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। নগরীতে আশ্রয়কেন্দ্র খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। আমরা বিষয়টি মনিটরিং করছি এবং প্রস্তুত আছি। প্রয়োজন হলেই আশ্রয়কেন্দ্র খোলা হবে। এ সময় তিনি আরও বলেন, নগরে সুপেয় পানির সরবরাহও স্বাভাবিক আছে। ফলে বিশুদ্ধ পানিরও সংকট দেখা দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলেন, সিলেটের বেশ কয়েকটি পয়েন্টে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সকালের পর থেকে লুভা ও সারী নদীর পানি কিছুটা কমেছে। কানাইঘাটে সুরমার পানি কয়েক সেন্টিমিটার কমলেও শহরের দিকে সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নগরীতে পানি বাড়ছে। টানা বর্ষণ অব্যাহত থাকলে বন্যার পানি আরও বাড়বে।

মাসুদ আহমদ রনি/আরআই

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *