রিয়াল মাদ্রিদে সময়টা ভালোই কাটছে করিম বেনজেমার। দলটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী তিনি ক্লাবটিতে আরও দুই বছর থাকবেন।
মার্কার খবরে জানা গেছে, বেনজেমার সঙ্গে রিয়ালের চুক্তি আরও এক বছর বাকি আছে। কিন্তু ক্লাবের পরিচালকরা আশাবাদী তিনি আরও দুই বছর থাকবেন। দ্রুতই তাঁর সঙ্গে চুক্ত নবায়ন হবে।
কিলিয়ান এমবাপ্পের পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। রিয়াল মাদ্রিদ এখন আর ফরাসি ফরোয়ার্ডের কথা ভাবছে না।
এখন তারা অন্য খেলোয়াড়ের দিকে মনোযোগী। ফেডে ভালভার্দে, এডার মিলিতাও, ডেভিড আলাবা, রড্রিগো গোস এবং ভিনিসিয়াস জুনিয়রদের কিভাবে কাজে লাগাতে পারে তা নিয়ে ভাবছে তারা।
দুই ব্রাজিলীয়কে এবং বেনজেমাকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চায় তারা। আর মাঝমাঠে কার্যকরি ইডেন হ্যাজার্ড।
রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে অগ্রাধিকার হলো বেশ কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ স্থির করা। দলের শক্তি বাড়ানোর কথা ভাবা।
এন-কে
Leave a Reply