চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।
শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম কোর্ট হিল প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তার মরদেহ নেয়া হয় গ্রামের বাড়ি লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তাকে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে।
এদিকে তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা।
এন-কে
Leave a Reply