টোল দিয়ে প্রথম পদ্মা সেতু পার হলো গাড়ি

পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক টোল দিয়ে পার হয়েছে সংশ্লিষ্ট প্রকল্পের গাড়ি। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাওয়া প্রান্তে টোল দিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, বিকেলের দিকে নির্বাহী প্রকৌশলীদের গাড়ি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠে। সেতুর টোল আদায় প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে কি-না তা পরীক্ষা করে দেখেন।

এ বিষয়ে সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। ১২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি-না তা পরীক্ষার জন্য পরীক্ষামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়। পরীক্ষামূলক সবগুলো কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

প্রসঙ্গত আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। পরদিন ২৬ জুন সকাল থেকেই চলবে যানবাহন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *