রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে হোমিওপ্যাথিক পরিষদের রাউজান উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সকালে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সংসদের মহাসচিব ডাঃ অঞ্জন কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলার সহ সভাপতি ডাঃ এনামূল হক এনাম।
রাউজান উপজেলা শাখার সভাপতি ডাঃ সুজিত কুমার পালের সভাপতিত্বে ও শিক্ষক ডাঃ শেখর ঘোষ আপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সহ সভাপতি ডা. এস এম ছালে জাহাঙ্গীর, মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তি দে, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিও) ডা. শুভাশীষ দাশ, সংগঠনের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ডা. এম.এ গণি।
বক্তব্যে রাখেন ডা. মোহাম্মদ মহসিন, ডা. রনজিৎ কুমার বিশ্বাস, ফটিকছড়ি উপজেলা শাখার সম্পাদক ডা. বঙ্কিম চন্দ্র নাথ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্পাদক ডা.অসীম কুমার শীল। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ডা.উত্তম কুমার চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন ডা.তাপস ভট্টাচার্য্য। শুভেচ্ছা বক্তব্যে রাখেন ডা. সূপন বিশ্বাস শঙ্করেশ। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন ডা.সামশুল আলম মাস্টার, ডা. পূর্বা দাশ গুপ্তা, ডা. দিদারুল আলম, ডা.শেলী রাণী দে, ডা. শিখল বড়ুয়া।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সুজিত পালকে সভাপতি, শেখর ঘোষ আপনকে সাধারণ সম্পাদক, ডা.উত্তম কুমার চক্রবর্তীকে যুগ্ম সস্পাদক ও ডা. সূপন বিশ্বাস শঙ্করেশকে সাংগঠনিক সস্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সংসদের মহাসচিব ডাঃ অঞ্জন কুমার দাশ।
Leave a Reply