পাহাড় ধসে নিহত শাহিনুরের দাফন সম্পন্ন; ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ৩ সন্তান নিয়ে স্বামীর আর্তনাদ

মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় পাহাড় ধসে নিহত মিরসরাইয়ের গৃহবধূ শাহিনুর আক্তার (২৬) এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ জুন) সকালে আকবর শাহ থানা এলাকায় তার লাশ দাফন করা হয়। শাহিনুর মৃত্যুতে মিরসরাই উপজেলার বামনসুন্দর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শাহিনুর আক্তার উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর গ্রামের রহুমুল্লাহ মিস্ত্রি বাড়ীর জহিরুল হকের স্ত্রী।

শাহিনুরের আক্তারের স্বামী জহিরুল হক জানান, বোনের বাড়ীতে বেড়ানোর জন্য গত বুধবারে আকবর শাহ থানার এক নম্বর ঝিল এলাকায় ৩ সন্তান সহ বেড়াতে যান আমার স্ত্রী শাহিনুর । শুক্রবার রাতে পাহাড় ধসে আমার স্ত্রীর মৃত্যু হয়। আমার স্ত্রীর সাথে ছিলেন আমার ৮ বছরের তানভীর আর ৬ মাস বয়সী ২ শিশু কন্য সন্তান তান্না আর অনা আল্লাহর দয়ায় ওরা বেঁচে যায়। বেঁচে যাওয়া সন্তানদের বার বার জড়িয়ে ধরে আর্তনাদে ফেটে পড়েছেন তিনি।

গৃহবধূ শাহিনুর আক্তারের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে নির্বাক তার মা সহ ভাই বোনেরা। তার মা মোসুহারা বেগম বিলাপ ‘আমার মেয়ে কই গেলো। তারে আমার কাছে আইনা দেন। আমার নাতি নাতনীদের কে দেখবো। আমার মেয়েরে আইনা দেন। স্বজন ও এলাকাবাসী মেনে নিতে পারছেন না এমন মৃত্যুর সংবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *