মিরসরাই প্রতিনিধি::: জানাযার নামাজের মাইকং হয়েছে সারা উপজেলায়, কবর খুড়া শেষ, স্ত্রীর জন্য কেনা হয়েছে সাদা শাড়ি। প্রস্তুতি চলছে লাশ গ্রহণের এলাকার গন্যগান্য সকলেই ভিড় জমাচ্ছেন নিহতের আঙ্গিনায়। বুক ফাটিয়ে আর্তনাধ করেছেন পরীবারের আপনজনরা। কান্নার শব্দে ভারি হয়ে আছে পুরো এলাকা। শোকে সস্তব্দ পরিচিত পরিজন।
কিন্তু শেষ সময়ে খবর এলো যার মৃত্যু শোকে মাতম চলছে, যার লাশ দাফনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন যার স্ত্রীকে সাদা কাপড় পরানো প্রস্তুতি চলছে তিনি মারা যান নি এখনো বেছে আছেন।
মিরসরাই উপজেলা আওয়মীলীগের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে রাশেদ বিন আলী প্রকাশ সুমন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে এমন গুজব ছড়িয়ে পড়ে।
![](http://www.24ghonta.news/wp-content/uploads/2019/12/রাশেদ.jpeg)
শনিবার (৩০ নভেম্বর) ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে তিনি মারা যান বলে খবর পাওয়া যায়। সদা হাস্যেজ্জ্বল রাশেদ বিন আলীর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাশেদ বিন আলীর ছোট ভাই রিয়াজ বিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ব্যাঙ্গালোরের মনিপাল হাসপাতালে আমার ভাইয়ার ব্রেন টিউমার অপারেশন হয়েছিলো। অপারেশন সফল হলেও আজ তিনি স্ট্রক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারত থেকে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। বাড়িতে আসার পর জানাযার সময় নির্ধারণ করা হবে।
কিন্তু শনিবার রাত ৮টার সময় দাফনের সমস্ত প্রস্তুতিনেওয়ার পর খবর আসে তিনি মারা যাননি, তিনি এখনও বেছে আছেন।বেছে থাকার খবরে সবই হতভাগ হয়ে পড়েন। এসময় মৃত্যুর সংবাদ দাতা, মৃত্যুর সংবাদ পরিবেশন কারি কিছু স্থানীয় অনলাইন পত্রিকাও সাংবাদকিদের সমালোচনার ঝড় উঠে সামাজিক মাধ্যেমে।
এবিষয়ে জানতে চাইলে মিরসরাই প্রেসক্লবের সিনিয়র যুগ্ন-সম্পাদক ও নয়াদিগন্তের মিরসরাই প্রতিনিধি মাইনুদ্দিন জানান মৃত্যুর খবর নিশ্চিত করতে ছোট ভাই রিয়াজ বিন আলীকে ফোন দিলে তিনি বলেন আমার ভাই আর নেই বলে কান্না করতে থাকেন।
কান্না থামিয়ে তিনি বলেন,গতকাল (শুক্রবার) রাত আমর ভাই কথা-বার্তা বলেছিলেন, রাত ২টার দিকে হঠাৎ স্ট্রোক করেন এবং কোমায় চলে যান। শনিবার দুপুর ১টায় খবর পাওয়া যায় তিনি আর নেই। পরিবার থেকে মাইকিং, কবর খোড়া সহ জানাযার নামাজের সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে এলাকার মেম্বার ও গন্যমান্য ব্যাক্তি সকল আয়োজনে সহায়তা করছেন। এর থেকে বিশ্বাসযোগ্য সূত্র আর কি হতে পারে?
কিন্তু পরবর্তীতে গতকাল রাত ৮টায় খবর পাওয়া যায় তিনি এখনো বেছে আছেন। চিকিৎসাধিন হাসপাতালের ডাক্তাররা যখন মৃত্যু নিশ্চিত করে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে লাইফ সার্পোট খুলতে যান তখন উনার পালস আবার সক্রিয় হতে শুরু করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত উনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
Leave a Reply