সুনামগঞ্জে তীব্র ঢেউ আছড়ে পড়ছে হাওরপাড়ে

সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জের হাওর এলাকার উপজেলাগুলো বন্যার পানিতে তালিয়ে থাকায় হাওরের তীব্র ঢেউ আছড়ে পড়ছে গ্রামগুলোতে। পানি বেড়ে যাওযায় বৃষ্টি সাথে বাতাস পেলেই শুরু হয় ঢেউ। ঢেউয়ের তাণ্ডবে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যনগর, তাহিরপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা, জামালগঞ্জ উপজেলার হাওরপাড়ের ঘরবাড়ি। ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে ঘরবাড়ি, ঢেউয়ে ভাসিয়ে নিয়েছে শত শত ঘরসহ ধান ও গরুর খড়।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরপারের ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা আবুল হাসনাত বলেন, ঢেউয়ে আমার বসতভিটা ভেঙে গেছে এবং শতাধিক মণ ধান ভেসে গেছে।

মাটিয়ান হাওরপারের রতনশ্রী গ্রামের তমিম হোসেন বলেন, ঢেউয়ে ঘর ভেঙেছে, তাই বাড়ি ছেড়ে স্বজনের বাড়িতে আশ্রয়ে আছি। মধ্যনগরের নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া কানন সরকার বলেন, আমার ধান, চাল, কেতা বালিশ ও ঘরে থাকা সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। পরনে থাকা ভেজা কাপড়ে এসে গ্রামের স্কুলে আশ্রয় নিয়েছি।

তাহিরপুর উপজেলার সোহালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার লিটন বলেন, হাওপাড়ের মানুষদের পানির সাথে যুদ্ধ করার সক্ষমতা আছে, তবে এবার বন্যার পানি অনেক বেশি হয়েছে। এখন যদি টেউ হয় তাহলে বড় ধরণের ক্ষতি হবে হাওপাড়ের মানুষদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *