সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আলমগীর তালুকদার (৪৫) নামের এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছে।
বুধবার (২২জুলাই) রাত সাড়ে আটটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। আলমগীর ফুলতলাস্থ হাফিজ জুট মিলস এলাকার কামাল উদ্দিনের পুত্র এবং হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
জানা যায়, ফুলতলা এলাকা থেকে বাড়ী ফেরার সময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বড় ক্রেন ওভারটেক করতে গিয়ে একেবারে ফুটপাতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। তার ডান পায়ে মারাত্মক জখম হয়েছে বলে জানান, তার ফুফাতো ভাই মন্জুরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক। এদিকে দূর্ঘটনার পর পরই গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায় চালক।
Leave a Reply