সংযুক্ত আরব আমরিাতরে দুবাইয়ের বিখ্যাত মুশরিফ পার্কে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়ার সত্তারকূল মাওলানা রমজান আলী ম্মৃতি সংসদ প্রবাসী সমতিরি উদ্যােগে শুক্রবার (২৯ নভম্বের) ১ম পুনর্মিলনী অনুষ্ঠানরে আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় খেলাধূলা, প্রীতিভোজ, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, লাকী কূপন ড্র, চা নাস্তা, পুরুস্কার বতিরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতত্বি করনে সংগঠনরে সভাপতি মোহাম্মদ আবদুল মন্নান। সহসভাপতি মোহাম্মদ আজম খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়িার মোহাম্মদ শাহাজানরে যৌথ পরচিালনা অনুষ্ঠানে প্রধান অতথি হসিবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ওসমান তালুকদার।
বিশেষ অতথি হসিবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ আলি রেজা, মোহাম্মদ এয়াছিন মিয়া, ব্যবসায়ী আলহাজ্ব মাহাবুবুল আলম, ব্যবসায়ী মাওলানা নুরুল আলম, ইঞ্জিনিয়ার গোলামুর রহমান মঞ্জু, মোহাম্মদ মহীউদ্দীন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ব্যবসায়ী তহিদুল ইসলাম মুরাদ, মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।
মোহাম্মদ হামমি আবদুল্লাহ মনিরের কুরআন তেলওয়াতের পর অনুষ্ঠানে বক্তব্য রাখনে মোহাম্মদ আনোয়ার উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ সোহেল চৌধুরী, ফারহান উল্লাহ, মােহাম্মদ জমির উদ্দিন মোজাম্মেল হোসেন সাদ্দামসহ অনকে।
সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাজাহান বার্ষিক প্রতিবেদন পেশ করনে।
অনুষ্ঠানে লাকী কূপনরে মাধ্যমে দুই জন ভাগ্যবান উমরার টিকেট জিতেন। তারা অনুষ্ঠানরে প্রধান অতথি আলহাজ্ব ওসমান তালুকদাররে সৌজন্যে দেয়া উমরার কাফেললা ট্রীপ টিকিট জয়ী হন। বিজয়ী দুজন হলেনন, মোহাম্মদ মোজাম্মেল হক সাদ্দাম ও মোহাম্মদ রকি। তারা দুজনে আগামী সপ্তাহ হতে রমজান পর্যন্ত যেকোন সময়ে কাফেলার মাধ্যমে আবুধাবি হতে মক্কা ও মদীনা উমরা ও জিয়ারতে যেতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতায় প্রধান অতথি ও বিশেষ অতিথিগণের বিবেচনায় তিনজন বজিয়ী হন। উপস্থিত বক্তৃতায় বিজয়ীরা হলন, মোহাম্মদ মহীউদ্দনি, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ফারমান উল্লাহ। উপস্থতি বক্তৃতায় বজিয়ীদরে মোহাম্মদ এয়াছিন মিয়ার সৌজন্যে পুরুষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানে খলোধুলায় হাড়ী ভাঙ্গা, বল থ্রো ইভন্টে বিজয়ীদরে ১ম, ২য়, ৩য় স্হান নির্ধারন করা হয়। হাড়ী ভাঙ্গাতে আমনো বেগম, মোহাম্মদ হামীম আবদুল্লাহ, মোহ্ম্মদ নাজিম উদ্দনি বিজয়ী হন। বল থ্রোতে (ছোটদরে) মোহাম্মদ রায়হান, মোহাম্মদ হাসীব মুস্তাকীম, মোহাম্মদ মনির বিজয়ী হন। বড়দের বল থ্রোতে মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ সাইফুল বিজয়ী হন। রশি টানাটানিতে তিন গ্রুপকে বিজয়ী করা হয়।
পরে মোহাম্মদ আজম খান ও এম. আবদুল মন্নানের সৌজন্যে সকল বিজয়ীদরে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানে চা নাস্তা, তৈরী, আপ্যায়ন ও পরবিশেনে মিসেস রাশেদা বেগম ও মিসেস আকলমিা সুলতানাকে বিশেষ পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানে সকল বিজয়ীদরে মাঝে প্রধান অতথি,বিশেষ অতিথিগণ পুরুষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে কুরআন তেলওয়াত, নাতে রাসুল (সাঃ) পরিবেশন মিলাদ, কিয়াম ও সালাতু সালাম পরবিশেন করনে মাওলানা মোহাম্মদ আলী রেজা।
মোনাজাত পরচিালনা করনে মাওলানা আলহাজ্ব ওসমান গণি তালুকদার। মোনাজাতে দেশ, জাতি,প্রবাসীসহ মুসলমি উম্মার কল্যানে দোয়া করা হয়।
পরশিষে সভাপতি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিত নিয়ে ভবিষ্যতেও এধরণের অনুষ্ঠান আরো করার আশা ব্যক্ত করনে।
Leave a Reply