নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :মাইজভান্ডার দরবার শরিফের শাজ্জাদানশীন আওলাদে রাসুল (সাঃ) শাহ্জাদায়ে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত শাহছুফী আলহাজ্ব মাওলানা ছৈয়্যদ মুজিবুল বশর আল্ হাচানী আল্ মাইজভান্ডারী বলেছেন, নামাজ হচ্ছে মোমেন বান্দাদের জন্য মেরাজ। তাই ওয়াক্ত মত নামাজ আদায় করলে সহজে মানুষ মোত্তাকী বান্দা হতে পারবে।
তিনি আরো বলেন, অন্তরে নবীপ্রেম ধারণ করে সৎ, সুন্দর ও আদর্শের পথে নিজেদের ধাবিত করতে পারলে ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব।
দুনিয়াবি ফ্যাতনা ফ্যাসাদ থেকে নিজেদের দুরে রাখার আহবান জানিয়ে তিনি বলেন, গীবত হচ্ছে সবচেয়ে খারাপ একটি বিষয়। আমি নিজেও গীবত করিনা কাউকে গীবত করা পছন্দ করিনা। নিজের ঈমান-আক্বিদা টিক রেখে স্বীয় পীরের নির্দেশমতো জীবনকে পরিচালিত করতে পারলে মানব জীবন সুন্দর ও স্বার্থক হবে।
যারা খাদ্য দ্রব্যর সাথে ভেজাল মিশিয়ে পন্য বিক্রি করে তারাও কিন্তু হত্যা কারী। কারন তাদের ভেজালের কারনে অনেক মানুষ রোগে আক্রান্ত হয়ে অকালে মারা যাচ্ছে। তিনি সকলকে হালাল হারাম যাচাই করে রুজী রোজগার করার আহবান জানান।
তিনি ৩০ নভেম্বর শনিবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে মাঠ প্রাঙ্গনে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন পশ্চিম গুজরা মগদাই ইউনিট কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মাইজভান্ডারী মাহফিলে প্রধান মেহমান হিসেবে তকরির পেশকালে এ কথা বলেন।
সৈয়্যদ মোহাম্মদ ইমরান ফরিদ বাবলুর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ।
প্রকৌশলী মোহাম্মদ আলী আজমের সঞ্চালনায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলেমায়ে কেরামগণের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নিজামুল হক মাইজভান্ডারী, মাওলানা শায়েস্তা খান আল আজগরী মাইজভান্ডারী, মাওলানা দিদারুল আলম মাইজভান্ডারী, মাওলানা তাওহীদুল আলম মাইজভান্ডারী, মাওলানা মফিজুল আলম মাইজভান্ডারী, মাওলানা জাকির হোসেন মাইজভান্ডারী।
মাহফিলে মোহাম্মদ আব্দুল হালিমসহ আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন পশ্চিম গুজরা মগদাই ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাইজভান্ডারী মাহফিল উপলক্ষে রাউজান ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মাইজভান্ডারী আশেকবৃন্দ ও সুন্নী জনতার ঢল নামে।
রাতে দরুদ, ক্বিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে বিশাল মাইজভান্ডারী মাহফিল শেষ হয়।
Leave a Reply