ভাটিয়ারী থেকে ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ তিনজনকে আটক করেছে র‍্যাব ৭

সীতাকুণ্ড প্রতিনিধিঃ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলী এলাকার একটি তেলের ডিপো থেকে এক হাজার ৬০০টি খালি সিলিন্ডারসহ সিলিন্ডার কাটার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব ৭।

শুক্রবার (২৪ জুন) উপজেলার তুলাতুলি থেকে আটকের পর তিনজনকে থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত ৯জুন একই এলাকা থেকে মুল হোতাসহ আটক করা হয় ১০জনকে।

গ্রেফতারকৃতরা হচ্ছে তুলাতুলির মৃত মোহাম্মদ মিয়ার পুত্র মো. জাহাঙ্গীর আলম (৪২), মৃত জামাল উদ্দিনের পুত্র মো. ইমতিয়াজ উদ্দিন (৩৬) ও লক্ষ্ণীপুর জেলার রামগঞ্জ থানার কলসমা মোল্লাবাড়ীর মৃত সিরাজ ভূঁইয়ার পুত্র মো. জহির হোসেন (৩৪)।

র‌্যাব-৭ জানিয়েছে, তুলাতুলিতে তেলের একটি ডিপোর ভিতর অবৈধ চোরাই গ্যাস সিলিন্ডার সংগ্রহ ও দখলে রেখেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় বিভিন্ন সাইজের আনুমানিক এক হাজার ৬০০টি গ্যাস সিলিন্ডার।

র‌্যাবের সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন থেকে বিভিন্ন কোম্পানির অধিক দামের গ্যাস সিলিন্ডার বিভিন্নভাবে সংগ্রহ করছিল। ওই গ্যাস সিলিন্ডারগুলো চোরাই জেনেও কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসাবে রি-রোলিং মিলে বিক্রি করে সিলিন্ডার কোম্পানিরগুলোর ব্যাপক ক্ষতি করে আসছে।

এর আগে গত ৯ জুন (বৃহস্পতিবার) ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলী গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ এবং অবৈধ এই বিপদজনক ব্যবসার সাথে জড়িত ১০ সিন্ডিকেট সদস্যদের গ্রেপ্তার করে র‌্যাব-৭। গত ৮ জুন হতে ৯ জুন পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত সিন্ডিকেটের মুল হোতা ১। মোঃ ইসমাইল হোসেন কুসুম (৫১), পিতা- মৃত হাজী শফিউর রহমান, ২। মোঃ মহসীন (৫১), পিতা মৃত- ফয়েজ আহাম্মদ এবং ৩। মোঃ নুরুন নবী(৪৮), পিতা-মৃত ছিদ্দিক আহম্মেদসহ ৯ জনকে আটক করে। এসময় প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার যার মধ্যে আনুমানিক ২ হাজারটি কাটা অবস্থায় এবং গ্যাস সিলিন্ডার পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্যাস সিলিন্ডার বাইরে কাটা সর্ম্পূন নিষেধ কিন্তু আসামীরা কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য চোরাই ভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে বিভিন্ন রি-রোলিং মিলে সরবরাহ করে থাকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *