মায়ার্সের সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন

দিনের প্রথম সেশনটা ছিল খুব আশা জাগানিয়া। মেহেদী হাসান মিরাজ-খালেদ আহমেদরা মিলে নাড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। কিন্তু এই স্বস্তি দিনের শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পরের দুই সেশনে একাই বাংলাদেশ দলকে শাসন করেন কাইল মায়ার্স। সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে হতাশায় ডোবান মায়ার্স।

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৪০ রান। দিন শেষে উইকেটে ১২৬ রানে অপরাজিত আছেন সেঞ্চুরিয়ান মায়ার্স। তাঁর সঙ্গে ২৬ রানে অপরাজিত আছেন জশুয়া ডি সিলভা।

আজ দিনের দ্বিতীয় সেশনেই বাংলাদেশের ইনিংস টপকে লিড পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মোট ১০৬ রানের লিড নিয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।

বাংলাদেশের ইনিংস থেকে মাত্র ১৬৭ রান দূরে থেকে শনিবার টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। দিনের শুরুতে জন ক্যাম্ববেলের সঙ্গে বড় ইনিংস খেলার আভাস দেন ক্যারিবীয় অধিনায়ক। তবে সেই চেষ্টা সফল হতে দেননি শরিফুল ইসলাম।

ক্যাম্ববেলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম জুটি ভাঙেন শরিফুল। ২৬তম ওভারে শরিফুলে বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাম্ববেল। ১০০ রানে ভাঙে ক্যারিবীয়দের প্রথম উইকেট। ৭৯ বলে ৪৫ করে ফেরেন ক্যাম্ববেল।

এরপর ব্র্যাথওয়েটকে আটকে দেন মিরাজ। বাংলাদেশি অফ স্পিনারের দুর্দান্ত বলে লাইন পুরোপুরি ভুল করে বোল্ড হন ক্যারিবিয়ান অধিনায়ক। ৫১ রানে ফেরেন তিনি।

এরপর জোড়া আঘাতে ক্যারিবীয়দের নাড়িয়ে দেন খালেদ। পরপর ফিরিয়ে দেন রেইফার ও বোনারকে। খালেদের করা শর্ট অব লেংথ বল স্টাম্পে টেনে বোল্ড হন রেইফার (২২)। ওই ওভারের শেষ ডেলিভারিতেই বাড়তি লাফানো শর্ট অব লেংথ বলে ঠিকমতো ডিফেন্স করতে পারেননি বনার। ব্যাটে লেগে বল আঘাত করে স্টাম্পে। তিনি আউট হন শূন্যতে।

পুরো দিনে এই সেশনটিই ছিল বাংলাদেশের। এই সেশনে চার উইকেট হারিয়ে ২৬ ওভারে ৭০ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। তখনও বাংলাদেশ থেকে ৯৭ রান দূরে ছিল তারা। তাতে অনেকটা আশা জেগেছিল বাংলাদেশ শিবিরে।

কিন্তু পরের দুই সেশনে সেই আশা যে হতাশায় রূপ নেবে সেটা কে জানতো। দ্বিতীয় সেশনেই ব্ল্যাকউডকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেন মায়ার্স। ৪০ রানে ব্ল্যাকউডকে মিরাজ থামাতে পারলেও মায়ার্সকে আটকাতে পারেনি বাংলাদেশ।

উইকেটে থিতু হয়ে সেঞ্চুরি তুলে নেন মায়ার্স। নিজের ইনিংস লম্বা করার পাশাপাশি দলকেও এনে দেন লিড। দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে মায়ার্সের দাপটই শুধু দেখেছে সেন্ট লুসিয়া। তাতে দিন শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব-তামিমদের।

এর আগে গত শুক্রবার টেস্টের প্রথম দিন আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। দলের পক্ষে আট বাউন্ডারিতে ৭০ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস।

বিপরীতে ওইদিনই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৬৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। আজ সেই সংগ্রহটা আরও অনেক বাড়িয়ে নিল ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৪.২ ওভারে ২৩৪ (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, এনামুল ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, ইবাদত ২১*, শরিফুল ২৬, খালেদ ১; রোচ ১৫-৩-৫৭-০, সিলস ১৪.২-৪-৫৩-৩, জোসেফ ১৫-১-৫০-৩, ফিলিপ ৯-১-৩০-২, রিফার ৩-১-৬-০, মেয়ার্স ৮-০-৩৫-২)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭২ ওভারে ৩৪০/৫ (ব্র্যাথওয়েট ৫১, ক্যাম্ববেল ৪৫, রিফার ২২, বোনার ০, ব্ল্যাকউড ৪০, মায়ার্স ১২৬*, ডি সিলভা ২*; শরিফুল ১৭-৬-৬৭-১, খালেদ ২১-১-৭৭-২, সাকিব ১৮-৫-৪৬-০, ইবাদত ১৯-৬-৫৬-০, মিরাজ ৩১-৮-৬৮-২)।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *