সিলেট থেকে চট্টগ্রামামী উদয়ন এক্সপ্রেস টেনে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তার নাম জুবেদ আলী (৭০)। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত জুবেদ আলী পরিবারসহ সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে মারা গেছেন।
আজ রবিবার, ২৬ জুন ভোর ৬টার দিকে বীর মুক্তিযোদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। বিষয়টি রেলওয়ে কন্ট্রোলে জানানো হলে, কন্ট্রোল নির্দেশনা দেয় ট্রেন থামিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এতে অস্বীকৃতি জানায় তার পরিবার। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয় চট্টগ্রামে এসে হাসপাতালে যাবেন তারা।
চট্টগ্রাম স্টেশনের প্লাটফর্ম স্টেশন মাস্টার পলাশ দে বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা বলে আমরা জানতে পেরেছি। সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে লোকটি মারা যান। সাথে উনার আত্মীয়- স্বজনরাও আছেন।
এন-কে
Leave a Reply