কুড়িগ্রামে নিজের নামে গ্রামের নামকরণ দাবী প্রত্যাখ্যান করলেন ফারাজ করিম

রাউজান প্রতিনিধিঃ সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে বন্যাদুর্গত ১০ হাজার পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করার পর এবার কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ৫ হাজার পরিবারের জন্য ত্রাণ নিয়ে গেছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

আজ রবিবার (২৬ জুন) কুড়িগ্রামের উলিপুর, বেগমগঞ্জ, পাঁচগাছি ইউনিয়ন, যাত্রাপুর, চরযাত্রাপুর, পোড়ারচর, ওয়াপদা, ফরাজী পাড়া, ভাইটেল সহ বিভিন্ন এলাকায় ২ টি ট্রলারে করে বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন তিনি। ত্রাণ নিয়ে যাওয়ার পথে একটি চর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য ১৫০ টি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ফারাজ করিম চৌধুরী। এমন প্রতিশ্রুতি শুনে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়।

এসময় সেখানকার স্থানীয়রা খুশি হয়ে তাদের গ্রাম ফারাজ করিম চৌধুরীর নামে নামকরণ করার দাবী জানান৷ ফারাজ করিম চৌধুরী তাদের এই দাবী সাথে সাথে প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে কিছুক্ষণ আগে এক ভিডিও বার্তায় ফারাজ করিম চৌধুরী বলেন, “এরকম নামের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। যদিওবা তারা আমাকে ভালবেসে এই কথা বলেছে৷ তবে আমি মনে করি এসব নাম দিয়ে নয়, বরং তাদের দোয়া আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *