সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বাড়ির একতলা ছাদ থেকে পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম কাওসার বেগম (৪৫), সে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের ব্যবসায়ী আবদুল হান্নানের স্ত্রী।
রোববার (০১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির জানান, দুপুরে নিজ বাড়ির ছাদে কাপড় শুকাতে দেয়ার সময় হঠাৎ পা পিছলে কাওসার বেগম নিচে পড়ে যায়। এসময় মাথা ও মুখে প্রচন্ড আঘাত পান তিনি। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
এব্যাপারে জানতে চাইলে চমেক হাসপাতালের এএসআই আলাউদ্দিন বলেন, গুরুত্ব আহতবস্থায় এক মহিলাকে চমেক হাসপালে নিয়ে আসে চিকিৎসাধাীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
Leave a Reply