সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম মআকিলপুর এলাকায় অভিযান চালিয়ে এক লাখ গলদা চিংড়ি পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৮ জুন) বিকাল চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী। পরে জব্দ গলদা চিংড়ির পোনাগুলো সাগরে অবমুক্ত করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে একটি ঘরে অভিযান চালিয়ে চিংড়ি পরিবহন করার ড্রাম, পাতিলসহ বিভিন্ন সরঞ্জাম ও ১ লাখ গলদা চিংড়ি পোনা জব্দ করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী জানান, প্রাকৃতিক উৎস থেকে গলদা চিংড়ি পোনা আহরণে সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে চিংড়ি পোনা আহরণ করে একটি ঘরে মজুদ করে এক ব্যক্তি। আমরা তা গোপন সংবাদের সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জব্দ করি এবং পরে সাগরে অবমুক্ত করা হয়।
Leave a Reply