বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ভ্যান চালক মো. লোকমান হোসেন (৪২) মারা গেছেন।
মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত লোকমান উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খাঁন বাহাদুর পাড়ার চৌকিদার বাড়ীর আবদুস সাত্তারের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া বুড়া মসজিদ সড়কের গ্রামীন ব্যাংকের সামনে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন লোকমান। এ সময় দ্রুত গতির একটি মোটর সাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম বলেন, নিহত লোকমানের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, মোটর সাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
Leave a Reply