জঙ্গল সলিমপুর হবে আধুনিক শহরঃ তথ্যমন্ত্রী

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অবৈধভাবে আর কেউ পাহাড় কেটে বিক্রি ও বসত গড়ে তুলতে পারবেনা। সেইদিন শেষ। এ এলাকা নিয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। জঙ্গল সলিমপুরের ১৪শ একর এর বিশাল এলাকা সরকারী খাস জায়গা। পুরো এলাকা একটি ইকো পার্কে পরিণত হবে।

শুক্রবার (১ জুলাই) বিকালে জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এমন কথা বলেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি।

তিনি বলেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী বহনকারী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সেখানে স্থানান্তরিত হবে। এছাড়া এখানে ইকো পার্কের ভেতরে স্পোর্টস ভিলেজ, মডেল মসজিদ যেমন থাকবে, জাতীয় তথ্যকেন্দ্র, নভোথিয়েটার, বেতার কেন্দ্র, জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, পাঁচ তারকামানের হোটেলসহ আরো অনেক কিছু হবে। এখানে একটি স্টেডিয়ামও তৈরী হবে। যেটার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে আমার আলোচনা হয়েছে। তারা বলেছেন একটি জায়গা দিতে, আমরা জঙ্গল সলিমপুরের জায়গা সিলেক্ট করেছি। এখানে আধুনিক মানের আর্মি স্টেডিয়াম নির্মিত হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের সরকার তাই জনগনের অসুবিধা করে কিছু হবেনা। জঙ্গল সলিমপুরে অবৈধভাবে যুগ যুগ ধরে বসবাসরতদের পুনর্বাসন করেই যা করার করা হবে। সর্বোপরী জঙ্গল সলিমপুর হবে একটি আধুনিক নগরী।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলে করিম চৌধুরী নিউটনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *