হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা অসীমের কন্যা স্মরণিকা বড়ুয়ার(১৬) বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১ জুলাই) ৩৩৩ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নির্দেশে ২ নং ধলই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর ও ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহের কার্যক্রম বন্ধ করেন।
পরে বিয়ের আয়োজক স্মরণিকা বড়ুয়ার পিতা অসীম বড়ুয়া ❝কন্যার বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহের কোন চেষ্টা করবেন না❞ বলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলমের নিকট মুচলেকা প্রদান করেন। উল্লেখ্য, স্মরণিকা বড়ুয়ার বর্তমান বয়স ১৬ বছর।
Leave a Reply