আনোয়ারায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ সাধারণ মানুষ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ সর্বসাধারণ। দিন-রাত ইচ্ছে মতো সময়ে অসময়ে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া এখন বিদ্যুৎ অফিসের নিয়মে পরিণত হয়েছে। বিদ্যুতের এমন আচরণে বিদ্যুৎ নির্ভর ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা দিয়েছে চরম স্থবিরতা।

রোববার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চাক গ্রামে বৈদ্যুতিক সংযোগ ছিল না বলে জানান এলাকাবাসী। বিদ্যুৎ অফিসের এমন কর্মকাণ্ডের ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।

বৈরাগ ইউনিয়নের বন্দরের গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ আলী জানান, পল্লী বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিং এখন অভ্যাসের পরিনত হয়েছে।নিজের ইচ্ছে মতো যখন খুশি লোডশেডিং দিবে।বিদ্যুতের আসা যাওয়া দেখে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। উপজেলা প্রশাসের কাছে আবেদন জানাচ্ছি লোডশেডিং মূল সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের মাধ্যমে এলাকাবাসীকে এই দুর্ভোগ হতে রক্ষা করার জন্য।

ঘন ঘন লোডশেডিং বিষয়ের জানার জন্য আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ জসিম উদ্দিনের মোবাইলে একাধিক বার ফোন করে সাড়া পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *