ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়িতে বেলাল উদ্দিন নামের এক গরু চোর’কে আটক করে পুলিশে দিল জনতা।
২ ডিসেম্বর সকালে উপজেলার খিরাম গ্রাম হতে ওই চোরকে আটক করা হয়।
ধৃত বেলাল উদ্দিন রোশাংগীরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুন্সেফ বাড়ির সোনা মিয়ার পুত্র।
খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ধৃত বেলাল গরু নিয়ে খিরাম চৌমুহনী বাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
প্রথমে অস্বীকার করলেও পরে চুরির কথা স্বীকার করে সে জানায়, লেলাং ইউনিয়নের কুতুবছড়িস্থ তার ভাইয়ের খামার থেকে গরুটি চুরি করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। উক্ত গরুটির বাজার মূল্য আনুমানিক ৭৫হাজার টাকা হবে।
পরে গরুর মালিককে গরুটি হস্তান্তর করে গ্রাম পুলিশ দিয়ে বেলালকে ফটিকছড়ি থানায় সোপর্দ করে স্থানীয় জনতা।
Leave a Reply