আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি খুশি হাওর ঘেঁষা এলাকাবাসী।
জানা যায়, আনোয়ারায় উপজেলা বৈরাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়টি ২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী প্রতিষ্ঠাতা করেন। শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা প্রতিষ্ঠানটি গত বছর এমপিওভুক্ত হওয়ার স্বীকৃতি ছিল। হালনাগাদ না হাওয়া কারণে এমপিওভুক্ত হয়নি। এই বছর এমপিওভুক্ত করার জন্য আবেদন করা হয়েছিল।
নতুন এমপিওভুক্ত হলো ২৬১৬টি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৬১৬টি বেসরকারি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী জানান, আমার বিদ্যালয়টি এমপিওভুক্ত হাওয়ায় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ) এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে বলে আমি শুনছি।বিদ্যালয়টি নিম্ম মাধ্যমিক হিসাবে এমপিওভুক্ত ছিল এখন মাধ্যমিক হিসাবে এমপিওভুক্ত হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটি শিক্ষা ক্ষেত্রে আন্তরিক ভূমিকা পালন করছে। ইতি পূর্বে সরকার অনেক বিদ্যালয় এমপিওভুক্ত করছেন এটা একটা বিশাল ব্যাপার। আমি আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত করার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়টি শিক্ষা ক্ষেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।
Leave a Reply