চট্টগ্রামে ৩১৫ নমুনায় ৫৩ জনের করোনা

অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে ৩১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩ জনের নমুনায় করোনার জীবানু মিলেছে।

আজ ৭ জুলাই, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩১৫টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের মধ্যে নতুন আক্রান্ত ৪৭ জন নগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬০৭ জন।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮২ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *