বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ- আবুধাবী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নানা আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার আবুধাবির কর্নেস পার্কে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।

এতে প্রধান অতিথি ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন, দূতাবাস কনস্যুলার জোবায়েদ হোসেন, সহসভাপতি শওকত আকবর ও আবুধাবী যুব লীগের সভাপতি জসিম উদ্দিন।

বক্তব্য রাখেন, সহসভাপতি মোহাম্মদ জামশেদ, যুগ্ন সম্পাদক মউন উদ্দিন, আলা উদ্দিন, সজল চৌধুরী, আজিম সিকদার মাহবুব খন্দকারসহ আরো অনেকে।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আমিরাতের আইন কানুন মেনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *