সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম অফিস :
কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে আমাদের নতুন সময়ের চট্টগ্রাম অফিস কার্যালয়ে বিকেল ৪টায় চট্টগ্রাম গণমাধ্যম ফোরাম’র আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৈনিক সময়ের কাগজের চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে এবং দৈনিক আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আজ সারাদেশে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্মম হত্যার শিকার হচ্ছে। যারা সমাজের মানুষের অধিকার নিয়ে সোচ্চার তারাই অপরাধীদের টার্গেটে পরিণত হয়ে জীবন দিতে হচ্ছে। অচিরেই এই জগন্য হত্যাকারীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার।

এসময় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সকালের সময়ের ব্যুরোপ্রধান এস.্এম পিন্টু, বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আরেফিন, দৈনিক মুক্ত খবরের মো. আশরাফ উদ্দিন, দৈনিক দেশকাল এর মো. সাইফুদ্দিন রমিজ,

দৈনিক আমাদের নতুন সময়ের সাংবাদিক শেখ দিদারুল ইসলাম, মাজহারুল ইসলাম, দৈনিক অগ্রসর’র শেখ আলাউদ্দিন, দৈনিক একুশে সংবাদের মো. জসিম উদ্দিন, দৈনিক সাঙ্গুর মো. আব্দুল কাদের রাজু, দৈনিক দেশবাংলা’র মো. ইসমাইল ইমন, দৈনিক গণকণ্ঠের আব্দুল আউয়াল মুন্না, দৈনিক আমাদের নতুন সময়ের মো. রাজু আহম্মেদ, এম.আর আমিন, দৈনিক বাংলাদেশ সমাচার’র আব্দুল মতিন চৌধুরী, নিউজ ডে টুয়েন্টিফোর মো. রুবেল সহ প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *