২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ চট্টগ্রাম সিটির ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগা (২৮)’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২ ডিসেম্বর রাত ৮টার সময় নগরীর খুলশী থানা পাহাড়তলী কলেজের সামনে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার বগা খুলশী থানা এলাকার ওয়ারলেস কলোনীর ২ নং লেইনের মো. জাবেদের ছেলে। তার বিরুদ্ধে খুলশী থানায় ১৫ টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী অস্ত্রসহ বগাকে গ্রেফতার করার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বগা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে মারামারি, ডাকাতি ও মাদকদ্রব্য আইনে এবং বিস্ফোরক দ্রব্যে, বিশেষ ক্ষমতা আইনে মোট ১৫টি মামলা আদালতে বিচারাধীন আছে।
সোমবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে খুলশী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশিয় তৈরি অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলশী থানায় পৃথক আরেকটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি প্রনব চৌধুরী।
Leave a Reply