লামায় স্যাপলিং প্রকল্পের বিনামুল্যে টিকা পেল ৫শ গবাদি পশু

টিকা পেল

লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৫শ গবাদি পশুকে বিনামুল্যে টিকা প্রদান করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর ও বেসরকারী সংস্থা স্যাপলিং প্রকল্প।

উপজেলার ফাইতং ইউনিয়নের পোলাও পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকল্পের সুবিধা ভোগীদের গবাদি পশুকে এ টিকা প্রদান করা হয়।

উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা উশে মার্মা মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ইউনিয়নের ৪শ গরু ও ১শ ছাগলকে টিকা প্রদান করেন।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামাল উদ্দিন, স্যাপলিং প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা মো. শরীফ, সুপার ভাইজার উসাইমং, মাঠ সহায়ক বাবু মং মার্মা, কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার্স জমাইতি ত্রিপুরা, মাওয়াং চাক ও সেলিনা বেগম উপস্থিত ছিলেন।

স্থানীয় বেসরকারী সংস্থা তাজিংডং এ কর্মসূচী বাস্তবায়ন করে বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *