রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরীর ঘরে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী সাংবাদিকদের জানান, আমাকে স্ব-পরিবারে পুড়িয়ে মারার উদ্দেশ্যে ভোর পৌণে চারটার দিকে আমার বসতঘরে আগুণ দেয় দুর্বৃত্তরা। তবে সৌভাগ্যক্রমে আমিসহ পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে অবস্থান করায় আমরা বেঁচে গেছি।
তিনি আরো বলেন, আগুণে আমার বসতঘরের চারটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুণে ঘরের আলমিরায় রক্ষিত মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো বলেন, ভোরে আমার ঘরে আগুণ দেখে ঘর থেকে আমার ভাতিজা বের হয়ে যায়। এ সময় আমার প্রতিবেশীরা ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রাউজান ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুণ নিয়ন্ত্রণে আনলেও চারটি কক্ষ পুড়ে যায়।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভোর রাতে মুুক্তিযোদ্ধা কমান্ডারের ঘরে আগুণ লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
খবর পেয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল অফিসের সহকারি পুলিশ সুপার মো: আবুল কালাম চৌধুরী, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ ও রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে টিনসেডের ঘরের কয়েকটি কক্ষে আগুনে বিভিন্ন জিনিষপত্র পুড়া অবস্থায় দেখি।
এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে সাতটা) এই বিষয়ে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Leave a Reply