রাউজান প্রতিনিধি: রাউজানে যুবলীগ নেতা শহিদুল আলম হত্যা মামলার আরও এক আসামী ফজলুল করিম প্রকাশ ফজু(৪৯)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এই আসামী গত সাত বছর ধরে পালাতক ছিল।
শনিবার (১৬ জুলাই) রাউজান সদর জলিল নগর বাস ষ্টেশনস্থ মালিক সমিতি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার রাউজান সদর ইউনিয়নের হরিষখান পাড়ার মৃত জহুর মিয়ার পুত্র।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাউজান চারাবটতল এলাকায় দিনে দুপুরে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়ে যুবলীগ নেতা শহিদুলকে হত্যা করে।এ ঘটনায় পর রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল নিহতের মা।মামলা নং- ১৪/২৮। মামলায় ১নং আসামী করা হয় রাউজানের র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে।গত ১১ জানুয়ারি প্রধান আসামী আজিজ উদ্দিন ইমু র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল।একই মামলায় গত ২৬ জুন র্যাবের হাতে গ্রেপ্তার হন অপর আসামী মো.ইউসূফ (৫০)।এরপর ২ জুলাই পুলিশের হাতে গ্রেপ্তার হন আরেক আসামী রনি মল্লিক।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন জানান, যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার আসামী ফজলুল করিম প্রকাশ ফজুকে র্যাব-৭ আটকের পর থানায় সোপর্দ করেছে।
Leave a Reply